ফের বড়সড় নাশকতার হাত থেকে রেহাই পেল ভূস্বর্গ। অমরনাথ যাত্রার সময় সন্দেহভাজন সন্ত্রাসীবাদী হামলা রুখে বড় সাফল্য পেল উপত্যকার সুরক্ষা বাহিনী। সন্ত্রাস দমন অভিযানে নেমে শ্রীনগরে দুই লস্কর কমান্ডার সহ ৩ সন্ত্রাসবাদীকে গুলি করে খতম করেছে সেনাবাহিনী। করোনার প্রকোপ কাটিয়ে দু’বছর পর ফের শুরু হতে চলছে বার্ষিক অমরনাথ যাত্রা। এই সময়েই তীর্থযাত্রীদের উপর সন্ত্রাসবাদীদের কোনও প্রভাব না পড়ে সেই কারণেই জম্মু-কাশ্মীরের সমস্ত জায়গায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
এবিষয়ে পুলিশ জানাচ্ছে যে, তিন জনের মৃত্যু হলেও, এনকাউন্টারের সময়ে সন্ত্রাসবাদীদের একটি দল সোপোর থেকে পালাতে সক্ষম হয়েছিল। বেশ কিছুক্ষণ ধরে বাহিনী তাদের নজরদারির মধ্যে রেখেছিল বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের অমরনাথ যাত্রার ক্ষেত্রে সুরক্ষার জন্য বড় একটি হুমকির কারণ রয়েছে। তা হল স্টিকি বোমা। যদিও সমস্ত এওমক সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রতিহৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সুরক্ষাবাহিনী। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য চলতি বছরে বিশেষ গ্যাজেট ব্যবহার করছে সেনা। সেই সঙ্গেই যাত্রা পথে অতিরক্ত সেনা, এসআরপিএফ সহ জম্মু-কাশ্মীর পুলিশের কর্মীকে মোতায়েন করা হয়েছে আরও বেশি সংখ্যায়।
প্রসঙ্গত, একদিন আগেই জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল চলতি বছরে এখনও পর্যন্ত ১০০ জন সন্ত্রাসবাদীকে খতম করেছে সেনা। তারপরেই ফের মিলল বড় সাফল্য। অমরনাথ যাত্রার আগে এই অভিযান সন্ত্রাসবাদীদের অনেকটা দমন করবে বলেই মনে করছেন সুরক্ষাকর্তারা। সোমবার গভীর রাতে শুরু হওয়া সেনা-জঙ্গীর সংঘর্ষেই খতম হয়েছে দুই লস্কর কমান্ডার সহ ৩ সন্ত্রাসবাদী। মৃত এই জঙ্গীদের পাকিস্তানি হ্যান্ডলাররা পাঠিয়েছিল বলে জানা গিয়েছে। জঙ্গীদের লক্ষ্য ছিল অমরনাথ যাত্রাকে লক্ষ্য করে হামলা চালানো। সুরক্ষা কর্তারা এমনই জানিয়েছেন।
Read: জিএসটি বাবদ ক্ষতিপূরণের সময়সীমা বাড়াতে আর্জি – নির্মলাকে চিঠি দিলেন অমিত মিত্র
Tweet: জিএসটি বাবদ ক্ষতিপূরণের সময়সীমা বাড়াতে আর্জি – নির্মলাকে চিঠি দিলেন অমিত মিত্র
Amarnath Yatra