হাতে আর বেশিদিন নেই। সামনেই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। যা নিয়ে কোমড় বাঁধছে বিরোধীরা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ শরদ পাওয়ারকে বাজি রেখেই এগোনোর কথা ভাবছিলেন তারা। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও পাওয়ারেই আস্থা রেখেছিলেন। তবে সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে যে তিনি নেই, তা জানিয়ে দিয়েছেন এনসিপি প্রধান। শুধু শরদ পাওয়ার নন, বিরোধীদের প্রার্থীর তালিকায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নামও ঘোরাফেরা করছিল। নীতিশ কুমারের রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্যতা যে আছে, তা কয়েকদিন আগে জেডিইউ-র নেতা তথা বিহারের মন্ত্রী শ্রবণ কুমারও একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানান। আর নীতিশ রাষ্ট্রপতি হলে, তা বিহারের পক্ষে গর্বের বলে দাবি করেন তিনি। কিন্তু সেই জল্পনার জল ঢেলেছেন বিহারের মুখ্যমন্ত্রী স্বয়ং। তিনি যে প্রার্থীর দৌঁড়ে নেই সোমবার সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নীতিশ জানিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি দুঃখিত, আমার রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার কোনও ইচ্ছা নেই। দয়া করে আমাকে এই বিষয়ে জড়াবেন না। কয়েকদিন পরেই জানা যাবে, কে প্রার্থী হবেন।’
এরপরই জল্পনা বেড়েছে রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার জন্য বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ইচ্ছা প্রকাশ করায়। কারণ বর্তমানে নীতিশের দলের সঙ্গে লালুর দল আরজেডির সম্পর্ক বেশ ভাল। সেক্ষেত্রে লালুকে প্রার্থী হিসেবে চেয়ে বিরোধীদের সঙ্গে দর কষাকষির খেলায় হাঁটবেন বিহারের মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। জল্পনা আরও বাড়িয়েছে বিহার থেকে রাষ্ট্রপতি হওয়া উচিত বলে লালুর দাবিকে ঘিরে। তবে, লালুকে মেনে নেওয়া বিরোধী দলগুলির এই মুহুর্তে সম্ভব নয়। কেননা, পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় ইতিমধ্যে জেল খেটেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিরোধীরা তাঁকে প্রার্থী করলে, সেক্ষেত্রে ভুলবার্তা যেতে পারে বলে মনে করছেন বিরোধীদের একাংশ। শরদ, নীতিশ সরে দাঁড়ানোয় এই অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, তৃণমূলের পছন্দের তালিকায় আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। পাওয়ার সরে দাঁড়ালে, সেক্ষেত্রে যশবন্তের শিঁকে ছিড়তে পারে বলে খবর।
Read: ক্রমাগত মূল্যবৃদ্ধির জেরে চরম সংকটে দেশের আবাসন শিল্প – তবুও মুখে কুলুপ মোদী সরকারের
Twitter: ক্রমাগত মূল্যবৃদ্ধির জেরে চরম সংকটে দেশের আবাসন শিল্প – তবুও মুখে কুলুপ মোদী সরকারের
President Election