বিগত কিছু দিন ধরেই বেসুরো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই মুহূর্তে এনডিএ-র সবথেকে বড় শরিক হলেও সাম্প্রতিক কালে বারবারই বিজেপির সঙ্গে তাঁর দল জেডিইউ-এর মতানৈক্য সামনে এসেছে। আরজেডি-সখ্য থেকে শুরু করে তাঁর জাতসুমারি নিয়ে অবস্থান গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলেছে। এরই মধ্যে এবার ইতিহাস বদল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মন্তব্য নিয়ে কটাক্ষ করলেন জেডিইউ প্রধান। নীতিশের প্রশ্ন, কেউ কী ভাবে ইতিহাস বদল করতে পারেন? তাঁর কথায়, ‘ইতিহাস হল যা ঘটে গিয়েছে। সেটা কেউ কী ভাবে পরিবর্তন করতে পারেন?’
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত অভিযোগ করেন যে, ইতিহাসবিদরা মোগলদের উপরেই সব চেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। উপেক্ষা করা হয়েছে অন্য রাজত্বকালকে। এ বার সময় এসেছে ইতিহাস বইগুলি খতিয়ে দেখার। সেই বিষয়টি তুলে ধরে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন নীতিশকে। তারই উত্তরে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি কি ইতিহাস বদলে দিতে পারবেন? বুঝতে পারছি না, কেউ কীভাবে ইতিহাসের পরিবর্তন করবেন। ইতিহাস হল ইতিহাস।’ এর পরেই তিনি বলেন, ভাষার বিষয়টি পৃথক। কিন্তু মৌলিক ইতিহাসের পরিবর্তন করা কী ভাবে সম্ভব!