টানা দু’বছর করোনার বাতাবরণে অনান্য জটিলতার সাথে সাথে জীবিকা নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তবে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ। এবং তা কমতেই সঙ্গে সঙ্গে স্থগিত পরীক্ষাগুলি নিতে শুরু করেছিল সরকার। এমনকি ধীরে ধীরে বিভিন্ন দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হতে শুরু করেছে। কর্মসংস্থানের এই আকালের সময় রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শীঘ্রই রাজ্য সরকারের ১৫০০ কর্মী নিয়োগ করা হবে। দমকল বিভাগেই হবে এই কর্মী নিয়োগ। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
মন্ত্রীর ঘোষণা অনুযায়ী যদি সত্যিই এই নিয়োগ হয়, তবে তা নিঃসন্দেহে রাজ্যের চাকরি প্রার্থীদের সুবর্ণ সুযোগ। বিধানসভার অধিবেশন চলাকালীন এদিন মন্ত্রী জানিয়েছেন, ‘শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। দমকল বিভাগ আরও বেশি প্রশিক্ষিত কর্মী পাবে।’ মন্ত্রী আরও জানিয়েছেন, শীঘ্রই দমকল বিভাগে ১৫০০ কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। সুজিত বসু বলেন, “সত্যিই আমাদের লোক কম। সেক্ষেত্রে কাজের ক্ষেত্রেও অনেক অসুবিধা হয়। ইতিমধ্যেই ১৫০০ কর্মী নেওয়ার পরীক্ষা হয়েছিল, কিন্তু আদালতে মামলা হওয়ার কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল। পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা সম্ভব হচ্ছিল না। সম্প্রতি মামলার রায় বেরিয়েছে, এবং সরকার সেই মামলায় জিতেছে। তাই কর্মী নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।
Read: শত্রুঘ্ন, দেব থেকে সায়নী, জুন – ত্রিপুরায় তৃণমূলের স্টার ক্যাম্পেনারের তালিকায় চাঁদের হাট
Tweet: শত্রুঘ্ন, দেব থেকে সায়নী, জুন – ত্রিপুরায় তৃণমূলের স্টার ক্যাম্পেনারের তালিকায় চাঁদের হাট
Recrutement