আমজনতাকে আর্থিক নিরাপত্তা দিতে ২০২০ সালে অ্যাডভাইসরি জারি করেছিল রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। যেখানে বলা হয়েছিল, ওষুধে অন্তত ১০ শতাংশ এবং চিকিৎসার অন্যান্য সরঞ্জামে ২০ শতাংশ ছাড় দিতে হবে। রেডিওলজিক্যাল ও প্যাথলজিক্যাল পরীক্ষার খরচও বেঁধে দিয়েছিল রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। কিন্তু ‘আমরি’ হাসপাতাল মানছে না কোনও সুপারিশ। নিয়ম অমান্য করা হয়েছে। স্বাস্থ্য কমিশনের বিধি ভেঙে ইচ্ছামতো বিল বানিয়ে শাস্তির মুখে বেসরকারি হাসপাতাল। মাত্র চব্বিশ ঘণ্টা সময় দেওয়া হল হাসপাতালকে। তার মধ্যে সফটওয়্যার পরিবর্তন না করলে পাওনা হবে কড়া শাস্তি। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের এহেন সিদ্ধান্তের নেপথ্যে হাসপাতালের ঘনঘন নিয়ম অমান্য। নতুন করে তার প্রমাণ দিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা সুনন্দা খান্ডেলওয়াল। হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরো বিভাগে ভরতি হয়েছিলেন ওই মহিলা। ২৩ দিন চিকিৎসা চলার পর মারা যান তিনি। তিন সপ্তাহের কিছু বেশি সময় চিকিৎসা বাবদ তাঁর বিল হয় ৮ লক্ষ ৪৬ হাজার টাকা।
গোটা বিষয়টি হালকাভাবে নিতে রাজি নয় স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। সুনন্দা খান্ডেলওয়াল যে বেডে ছিলেন তার দৈনিক ভাড়া ১০ হাজার টাকা। তারপরও আলাদা করে নেওয়া হয়েছে আরএমও চার্জ। গুরুতর অসুস্থ রোগীর ২৩ দিনের চিকিৎসা জন্য ১৯১ টা আন্ডারপ্যাডের টাকা নেওয়া হয়েছে। কমিশনের বিস্ময়, প্রায় ৩০ হাজার টাকা শুধু আন্ডারপ্যাডের জন্য কীভাবে নেয় হাসপাতাল? সম্পূর্ণ বিল জরিপ করে হাসপাতালকে ৯৫ হাজার ৪৯৮ টাকা ফেরত দিতে বলেছে কমিশন। কমিশনের সদস্যরা জানিয়েছেন, ওই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। কঠোর শাস্তি নেমে আসার আগে ২৪ ঘণ্টা সময় চেয়ে নিয়েছে হাসপাতাল। কথা দিয়েছে কমিশনের অ্যাডভাইসরি অনুযায়ী বিল করবে তারা। কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইচ্ছামতো বিল করে তারপর কিছু টাকা ছাড় দেয় ওই হাসপাতাল। রোগীর পরিবারকে ঠকাচ্ছে তারা। কমিশন অ্যাডভাইসরি তৈরি করে দেওয়ার পর ইচ্ছামতো বিল তৈরি করার জায়গা নেই।
Read: ন্যশনাল হেরাল্ড মামলা – আজ ফের ইডি দফতরে হাজির রাহুল, কংগ্রেস কর্মীদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত
Tweet: ন্যশনাল হেরাল্ড মামলা – আজ ফের ইডি দফতরে হাজির রাহুল, কংগ্রেস কর্মীদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত
Helth Commission