বিগত দু’দিনে হাওড়ার বিস্তৃর্ণ এলাকায় কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। যার জেরে স্তব্ধ হয়ে যায় জনজীবন। এছাড়াও মুর্শিদাবাদের বেলডাঙাতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিতেই কাজ হয়েছে।
তবে রাজ্যের বিভিন্ন প্রান্তের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কড়া নজর রাখছে প্রশাসন। সোমবার এই বিষয়ে বৈঠক বসছে নবান্নে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে হবে এই বৈঠক। সেখানে জেলাশাসকদের সঙ্গে কথা বলবেন তিনি। জেলাশাসক দের নিয়ে ভার্চুয়াল মাধ্যমে হবে সেই বৈঠক। রাজ্যের সব জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। পরিস্থিতি যাতে আর নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য কী পদক্ষেপ করা হবে, সে বিষয়ে আলোচনা হবে বলেই সূত্রের খবর। সম্প্রতি রাজ্যের তিনটি জেলা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে নবান্নে। তা নিয়ে ওই পর্যালোচনা বৈঠক করা হতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।
Read: উপনির্বাচনের প্রচারে আগামীকাল ত্রিপুরা যাচ্ছেন অভিষেক – দলীয় কর্মীদের সমর্থনে করবেন পথসভা
Twitter: উপনির্বাচনের প্রচারে আগামীকাল ত্রিপুরা যাচ্ছেন অভিষেক – দলীয় কর্মীদের সমর্থনে করবেন পথসভা
Nabanna