মাদক কাণ্ড যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউডের। কিছুদিন আগেই শাহরুখ পুত্র আরিয়ান খানকে মাদক মামলা থেকে নিষ্কৃতি দিয়েছে এনসিবি। কিন্তু তার কিছুদিনের মধ্যেই এবার ফের বলিউডে মাদক যোগ। এবার মাদক কাণ্ডে নাম জড়াল অভিনেতা তথা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরের। মাদক নেওয়ার অভিযোগে বেঙ্গালুরুর এক পার্টি থেকে গ্রেফতার করা হয়েছে শ্রদ্ধা কাপুরের ভাই।
জানা গিয়েছে, রবিবার বেঙ্গালুরুর এক রেভ পার্টিতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় শক্তি কাপুরের পুত্রকে। একা শুধু সিদ্ধান্ত নন, তাঁর সঙ্গে এই পার্টিতে আরও ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে বেঙ্গালুরুর এমজি রোডের এক হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখানে মাদক নেওয়ার অপরাধে মোট ৩৫ জনের নমুনা পরীক্ষা করতে পাঠায় পুলিশ। সেই পরীক্ষায় মোট সাতজনের ফল ইতিবাচক হয়। তার মধ্যে ছিলেন শক্তি পুত্র।
তবে কোথায় তাঁরা মাদক নিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হোটেলে মাদক নিয়েছিলেন, নাকি মাদক নেওয়ার পর পর হোটেলে এসেছিল তা এখনও জানা না গেলেও জিজ্ঞাসাবাদ চলছে। সিদ্ধান্ত কাপুর নিজেও একজন অভিনেতা। বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজে তাঁকে দেখা গিয়েছে। শ্যুটআউট অ্যাট ওয়াডালা, আগলি, হাসিনা পারেখর, ভুল ভুলাইয়া, ভাগম ভাগ, চুপ চুপ কে ইত্যাদি সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গেছে।
Read: মুখ পুড়ল কেন্দ্রীয় এজেন্সির – সিবিআই আদালতের রায় খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি
Twitter: মুখ পুড়ল কেন্দ্রীয় এজেন্সির – সিবিআই আদালতের রায় খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি
Bollywood