বর্ষায় উত্তরবঙ্গ ভাসলেও দক্ষিণবঙ্গে এখনও দেখা নেই বৃষ্টির। বহু দূরে বর্ষা। প্রবল গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় স্বস্তির কোনও লক্ষ্মণ নেই। দিনের বেলা তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই, ঘটছে দুর্ঘটনা। যাঁদের নিত্য বেরতে হয়, তাঁদের মধ্যে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। রবিবার পানিহাটিতে দণ্ড উৎসবে যোগ দিতে গিয়ে গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তিন পুণ্যার্থীর। এই ঘটনায় কার্যত নড়েচড়ে বসেছে প্রশাসন।
মুখ্যমন্ত্রী এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আর তাতেই স্কুলপড়ুয়াদের জন্য গ্রীষ্মের ছুটির মেয়াদ বাড়ানোর পরামর্শ দেন তিনি। সেই পরামর্শ মেনে সোমবার স্কুলে গরমের ছুটি নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল স্কুলশিক্ষা দপ্তর। ছুটি বাড়ানো হল ২৬ জুন পর্যন্ত। ২৭ তারিখ থেকে স্কুল খুলবে বলে জানানো হয়েছে। আগে স্কুলগুলিতে গরমে ছুটি ছিল ১৫ জুন পর্যন্ত। আরও ১০ দিন তা বাড়ানো হল। স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read: প্রশাসনিক তৎপরতায় উঠল বারাসতের কাজিপাড়ায় রেল অবরোধ – দক্ষ হাতে পরিস্থিতি সামাল দিল পুলিশ
Twitter: প্রশাসনিক তৎপরতায় উঠল বারাসতের কাজিপাড়ায় রেল অবরোধ – দক্ষ হাতে পরিস্থিতি সামাল দিল পুলিশ
Summer Vacation