বিগত কয়েক দিনের অগ্নিগর্ভ পরিস্থিতি এখন অতীত। ধীরে ধীরে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়া। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ইন্টারনেট পরিষেবা। তবে হাওড়ার পরিস্থিতি স্বাভাবিক হতেই এবার বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছে হাসনাবাদ, বারাসত এলাকায়। সোমবার সাত সকালেই যেমন বারাসতের কাজিপাড়ায় ক্ষুব্ধ জনতা রেল লাইনে নেমে বিক্ষোভ দেখায়। যার জেরে সাময়িক ভাবে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। তবে দক্ষ হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার সকালে বেশ কয়েকজন বিক্ষুব্ধ মানুষ বারাসতের কাজিপাড়ার রেল লাইনের ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে হাসনাবাদ-শিয়ালদহ শাখার রেল পরিষেবা ব্যাহত হয়। আচমকা এই বিক্ষোভে মাঝ পথেই আটকে যায় ট্রেন। সপ্তাহের শুরুতে অফিস টাইমে এমন ঘটনায় সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। আর এরপরেই বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে দেয় পুলিশ। তবে সাড়ে আটটার পর পুলিশ অবরোধ তুলে দেওয়ার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
Read: ন্যাশনাল হেরাল্ড মামলায় সমন – পায়ে হেঁটে ইডি দফতরে পৌঁছলেন রাহুল গান্ধী, পিছনে অনুগামীরা
Twitter: ন্যাশনাল হেরাল্ড মামলায় সমন – পায়ে হেঁটে ইডি দফতরে পৌঁছলেন রাহুল গান্ধী, পিছনে অনুগামীরা
Railway Blockade