মর্মান্তিক ঘটনার রেশ এখনও কাটেনি। গত ২০২১ সালের ডিসেম্বর মাসে নাগাল্যান্ডে সাধারণ গ্রামবাসীদের উপর নির্মমভাবে গুলি চালায় ভারতীয় সেনা। এবার সেই ঘটনার চার্জশিট জমা দিল রাজ্য পুলিশ। চার্জশিটে ৩০ জন সেনা জওয়ানের নাম রয়েছে বলে জানা গিয়েছে। গত বছর নাগাল্যান্ডের ওটিং-এ সেনার গুলিতে ১৪ জন নিরস্ত্র গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। এই ঘটনার তদন্তে নাগাল্যান্ড পুলিশের বিশেষ তদন্তকারী দল তৈরি হয়।
উল্লেখ্য, নাগাল্যান্ড পুলিশের বিশেষ তদন্তকারী দল ছাড়াও এই ঘটনায় তদন্ত করছে সেনাবাহিনী। সূত্রের খবর, চার্জশিটে নাম রয়েছে এক সেনা আধিকারিক এবং ২৯ জন জওয়ানের। চার্জশিটে বলা হয়েছে, ২০২১-এর ৪ঠি ডিসেম্বর, ২১ জন প্যারা স্পেশাল ফোর্সের সেনা জওয়ান এ ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানেননি। অভিযুক্ত সেনা আধিকারিক ও জওয়ানদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কেন্দ্রের কাছে অনুমতি চেয়েছে নাগাল্যান্ড সরকার।