সীমান্তে ফের সূত্রপাত হল চাঞ্চল্যের। এবার অরুণাচল প্রদেশের ভারত-চীন সীমান্ত থেকে নিরুদ্দেশ দুই সেনা জওয়ান। গত ১৪ দিন ধরে তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ২৮শে মে থেকে সন্ধান নেই হরেন্দ্র নেগি ও প্রকাশ সিংহ রানার। অরুণাচলের ভারত-চীন সীমান্তের থাকলা পোস্টে কর্মরত ছিলেন তাঁরা।
প্রসঙ্গত, প্রকাশের স্ত্রী জানিয়েছেন যে তাঁর কাছে সেনার তরফে দু’টি ফোন এসেছিল। প্রথম ফোনটি আসে ২৯শে মে। সে দিন তাঁকে জানানো হয়, ২৮শে মে থেকে তাঁর স্বামীর কোনও খোঁজ মিলছে না। দ্বিতীয় ফোনটি আসে ৯ই জুন, সে দিন বলা হয়, সেনা মনে করছে, দু’জন জওয়ানই নদীতে ডুবে গিয়েছেন। যদিও এই যুক্তি মানতে নারাজ পরিবার। নিখোঁজ জওয়ানের ব্যাপারে সমস্ত তথ্য কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রীকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ক্রমেই ঘনীভূত হচ্ছে সংশয়।