গত দু’দিন ধরে হাওড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে দফায় দফায় অবরোধ, বিক্ষোভে উত্তপ্ত হাওড়ার বিস্তীর্ণ এলাকা। পথ অবরোধের পাশাপাশি রেল অবরোধ এবং ভাঙচুর, আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে অশান্তি ঠেকাতে আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রকম হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিন্তু এসবের মধ্যেই বিক্ষোভ-অবরোধের জেরে উত্তপ্ত হাওড়ায় যেতে চেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু রওনা হওয়ার আগেই তাঁকে আটকে দেয় পুলিশ। এদিন বিজেপি কর্মীরা তাঁকে বাড়ি থেকে বার করে আনলেও পুলিশের বাধা টপকে সুকান্ত এক পা-ও এগোতে পারেননি।
অশান্তি বন্ধ করতে প্রশাসন যে কঠোর মনোভাব নেবে তা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্তের কর্মসূচিতে বাধা দিয়ে সেই কঠোর মনোভাবই দেখাল পুলিশ। বিধাননগর কমিশনারেটের পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী এবং সুকান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। শেষ পর্যন্ত দুপুর সওয়া ২টো নাগাদ সুকান্ত জোর করেই হাওড়ার উদ্দেশে রওনা দেন। সুকান্ত ঠিক করেছিলেন, বেলা ১১টা নাগাদ তাঁর নিউটাউনের বাসভবন থেকে উলুবেড়িয়ার উদ্দেশে রওনা দেবেন। কিন্তু তাঁর আগেই পুলিশ এসে জানায়, তাঁকে যেতে দেওয়া হবে না। বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি-র বাড়ির সামনে মোতায়েন থাকে পুলিশ বাহিনী।
Read: ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় ধৃত চতুর্থ পান্ডা – মথুরা থেকে গ্রেফতার করল পুলিশ
Twitter: ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় ধৃত চতুর্থ পান্ডা – মথুরা থেকে গ্রেফতার করল পুলিশ
Sukanta Majumdar