নার্সিংয়ে নয়, তবে নার্সিংয়ের গ্রেডেই কাজ করবেন কেতুগ্রামের রেণু খাতুন। নার্সিংয়ের কাজ না করে অন্য কোনও কাজ করবে। ওই নিয়োগপত্র ইতিমধ্যে ইস্যু করা হয়ে গেছে। বৃহস্পতিবার একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, রেণু খাতুনের চাকরির চিঠি প্রস্তুত। যেমন কথা তেমন কাজ। অবশেষে মমতার প্রতিশ্রুতি মতো চাকরির নিয়োগপত্র হাতে পেলেন রেণু খাতুন। শুক্রবার তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় ও পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ।
প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা রেণু খাতুন কঠোর পরিশ্রম করে সরকারি নার্সের চাকরি পেয়েছিলেন। কিন্তু স্রেফ নিরাপত্তহীনতার কারণে তাঁর হাত গাছ কাটার কাঁচি নিয়ে কেটে দিয়েছিল স্বামী শরিফুল। নৃশংস এই ঘটনার পর রেণুর ডান হাতের কব্জি থেকে বাকি অংশ আর নেই। সেই থেকে হাসপাতালের বেডেই লড়াই চালাচ্ছেন তিনি। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর কথামতো শুক্রবারই নিয়োগপত্র হাতে পেলেন রেণু। হাসপাতালের বেডে বসেই বাঁ হাতে সেই চিঠি তুলে নিয়েছেন তিনি। চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে হাসপাতালের বেডে বসেই এদিন ফের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রেণু। একইসঙ্গে জেলা প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান তিনি। রেণু জানান, নিয়োগপত্র পেয়ে খুবই খুশি হলাম। এখন অনেকটা ভাল আছি।
Read: উপত্যকায় জঙ্গি দমন অভিযানে ফের সাফল্য – গুলির লড়াইয়ে নিকেশ হিজবুল নেতা, গ্রেফতার আরও ২ লস্কর সদস্য
Twitter: উপত্যকায় জঙ্গি দমন অভিযানে ফের সাফল্য – গুলির লড়াইয়ে নিকেশ হিজবুল নেতা, গ্রেফতার আরও ২ লস্কর সদস্য
Mamata Banerjee