বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত উপত্যকা। সেখানে অবাধে চলছে হত্যালীলা। একের পর এক সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হচ্ছে ভূস্বর্গ। বারবারই কাশ্মীরি পণ্ডিতদের নিশানা করা হচ্ছে। তবে এরই মধ্যে জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে আবার সাফল্য এল। নিরাপত্তা বাহিনীর গুলিতে হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর এক জঙ্গি নিহত। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে কুলগামের খান্দিপোরা এলাকায় গুলির লড়াই চলে। সে সময়ই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ওই জঙ্গি। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।
জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ অভিযানে বারামুলা থেকে দুই লস্কর-ই-তইবা জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুই জঙ্গির নাম আহমেদ মীর ও আব্দুল রহমান মীর। দু’জনই বারামুলার নেহালপোরা পত্তন এলাকার বাসিন্দা। ধৃত দুই লস্কর জঙ্গির থেকে দু’টি চিনা পিস্তল, ১৮টি তাজা কার্তুজ ও দু’টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি একের পর এক কাশ্মীরি পণ্ডিতদের হত্যার ঘটনায় ফের অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে উপত্যকায়। ক’দিন আগে বদগামে সরকারি কর্মী রাহুল ভাটকেও খুন করে জঙ্গিরা। এরপর নিজের বাড়িতে জঙ্গিদের হাতে প্রাণ হারান অমরীন ভট্ট নামে এক টেলিভিশন অভিনেত্রী। স্কুল শিক্ষিকা রজনী বালাকেও লক্ষ্য করে জঙ্গিরা।
Indian Army