চীনা আগ্রাসন নিয়ে মোদী সরকারের নির্দিষ্ট কোনও নীতি নেই। চীনকে ভয় পেয়ে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করছে তারা। বারবারই কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে আসছে বিরোধীরা। এরই মধ্যে ফের একবার প্যাংগং হ্রদের আশেপাশে নির্মাণকাজ শুরু করে দিয়েছে চীনের সেনাবাহিনী। সাম্প্রতিক উপগ্রহ চিত্রেই চীনের এই কর্মকাণ্ড ধরা পড়েছে। জানা গিয়েছে, লাদাখের কাছেই অবস্থিত আকসাই অঞ্চলে এই নির্মাণকাজ শুরু করেছে চীন। তারা যে মাত্রায় যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে, তা নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সম্প্রতি নয়াদিল্লীতে এসে এমনটাই বলেছেন মার্কিন সেনার প্যাসিফিক কমান্ডের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিন। মার্কিন কমান্ডারের সতর্কবার্তার রেশ না কাটতেই জানা গিয়েছে পূর্ব লাদাখে ভারত সীমান্তের কাছে ২৫টি অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি রেখেছে চীন।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, পূর্ব লাদাখে সীমান্তের ওপারে চীনের হোটান বায়ুসেনা ঘাঁটিতে তৎপরতা নজরে এসেছে। সেখানে ২৫টি অত্যাধুনিক জে-১১ ও জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীনা বাহিনী। আগে ওই এয়ারবেসে মিগ-২১-এর মতো বিমান রাখত চীন। কিন্তু এবার আধুনিক ও জটিল যুদ্ধে সক্ষম জে-১১ এর মতো বিমান মোতায়েন চিন্তার বিষয়। বলে রাখা ভাল, গালওয়ান সংঘর্ষের পরও আগ্রাসী পদক্ষেপ থামায়নি চিন। ২০২১ সালে পূর্ব লাদাখের কাছে শিনজিয়াং প্রদেশের হোটান বিমানঘাঁটি থেকে আকাশে পাড়ি দেয় চীনের এইচ-২০ বোমারু বিমান। এই স্টেলথ বিমানটি ট্রায়ালের অন্তিম পর্যায়ে রয়েছে। বিশ্লেষকদের মতে, আগামী কয়েক মাসের মধ্যেই চীনা সেনাবাহিনীতে শামিল হয়ে যাবে এই যুদ্ধবিমানটি। মূলত, ভারতের অত্যাধুনিক রাফালে ফাইটার জেটগুলির মোকাবিলায় এই নয়া যুদ্ধবিমান মোতায়েন করতে চলেছে বেজিং। আর এই খবর যে ভারতের জন্য মোটেই ভাল ইঙ্গিত নয় তা বলাই বাহুল্য।
Ladakh
READ: ফের এগিয়ে বাংলা – বিশ্বের সেরা দশে টিকিয়াপাড়ার স্কুল, টুইটে শুভেচ্ছা বার্তা মমতার
Twitter: ফের এগিয়ে বাংলা – বিশ্বের সেরা দশে টিকিয়াপাড়ার স্কুল, টুইটে শুভেচ্ছা বার্তা মমতার