গুজবে ইতি পড়ল। খবর রটেছিল, প্রয়াত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ। শুক্রবার বিকেলে যা ছড়িয়ে সামাজিক মাধ্যমে। পাকিস্তানের বেশ কিছু সংবাদ মাধ্যম এই খবর প্রকাশিত করে। কিন্তু সন্ধ্যেবেলাই তাঁর পরিবার বিবৃতি দিয়ে জানায় তিনি এখনও জীবিত। পারভেজ মুশারফের পরিবার জানায়, তিনি ভেন্টিলেটরে নেই। তাঁর অসুস্থতার (অ্যামাইলয়েডোসিস) জটিলতার কারণে গত ৩ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। স্বাস্থ্য পুনরুদ্ধারের আশা ক্ষীণ। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ অকেজো হয়ে যাচ্ছে।
বিগত, ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন পারভেজ মুশারফ। ২০০৮ সালে ইমপিচমেন্ট এড়াতে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। ২০০৭ সালে পাকিস্তানের সংবিধান বাতিল করে দিয়েছিলেন তৎকালীন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। ঘোষণা করেছিলেন সাংবিধানিক জরুরি অবস্থা। কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন পারভেজ মুশারফ। একটি দুর্নীতির মামলায় তাঁকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল পাকিস্তানের আদালত। সেই মামলায় শারীরিক অসুস্থতার কারণে জামিন পান মুশারফ।