নবী নিয়ে বিজেপি নেত্রী নূপূর শর্মার মন্তব্য ঘিরে তোলপাড় দেশ। নুপূরকে গ্রেফতারির দাবিতে উত্তাল হয়ে দিল্লীর জামা মসজিদ চত্বর। আজ শুক্রবার জুমার নমাজের পরেই মসজিদের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন মুসল্লিরা। যদিও আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই জানিয়েছেন দিল্লি পুলিশের এক আধিকারিক। পরিস্থিতি মোকাবিলায় মসজিদ সংলগ্ন এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্প্রতি এক টিভি চ্যানেলের বিতর্কে মুসলিমদের নবী হজরত মহম্মদকে নিয়ে কটূক্তি করেছিলেন বিজেপি মুখপাত্র নূপূর শর্মা। তাকে সমর্থন জানিয়ে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা উসকে দিয়ে টুইট করেছিলেন দিল্লী বিজেপির মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দল। আর হজরত মহম্মদকে নিয়ে ওই কটূক্তির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তাল হয়ে উঠেছে দেশ।
উল্লেখ্য, সৌদি আরব, কাতার সহ একাধিক মুসলিম দেশের পক্ষ থেকেও ওই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারেনি দিল্লী পুলিশ। উল্টে পুরস্কার হিসেবে নূপূর শর্মাকে নিরাপত্তা দিয়েছেন বিজেপি বান্ধব হিসেবে পরিচিত দিল্লী পুলিশের বিতর্কিত কমিশনার রাকেশ আস্থানা। ফলে ক্ষোভ আরও বাড়ছে। এদিন জুমার নমাজ উপলক্ষে জামা মসজিদ চত্বরে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মুসল্লি। নমাজের পরেই নুপূর শর্মার গ্রেফতারির দাবিতে মসজিদ চত্বরের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীদের হাতে ‘নুপূর শর্মার গ্রেফতারি চাই’ সহ একাধিক প্ল্যাকার্ড ছিল। যদিও জামা মসজিদের ইমাম সাংবাদিকদের জানিয়েছেন, বিক্ষোভকারীদের সঙ্গে মসজিদ কর্তৃপক্ষের কোনও সম্পর্ক নেই। বিক্ষোভ দেখানোর কোনও নির্দেশ মসজিদ কমিটির পক্ষ থেকে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই ঘটনার ফলে চাপে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার।