আজব খবররা সাধারণত উঠে আসে বিজেপি শাসিত এলাকা থেকেই। তেমনই সম্প্রতি সামনে এসেছে বিজেপি শাসিত উত্তরাখন্ড দলের অডিট রিপোর্ট। যা দেখে চক্ষু চড়কগাছ অনেকেরই। মুম্বইয়ের কাছে রঞ্জি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৭২৫ রানে হেরেছে উত্তরাখন্ড। তাদের দলের দুর্দশা সবাই দেখেছে। অথচ দলের অভ্যন্তরীন বিষয়ে খোঁজ নিলে দেখা যাবে অনেক সমস্যা রয়েছে দলে। সম্প্রতি যে উত্তরাখন্ড দলের অডিট রিপোর্ট সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, উত্তরাখন্ড রঞ্জি দলের সারা বছরে খাবারের খরচ হয়েছে ১ কোটি ৭৪ লক্ষ সাত হাজার ৩৪৬ টাকা। এই হিসেব ভাগ করে দেখা গিয়েছে, কলা কেনার খরচই হয়েছে ৩৫ লক্ষ টাকা। জলের বোতলের খরচ হয়েছে ২২ লক্ষ।
সব থেকে বড় কথা, খাবার খরচের দাম এত বিপুল পরিমান হলেও ক্রিকেটারদের দৈনিক ভাতা দেওয়া হয় মাত্র ১০০ টাকা। এই নিয়ে চারিদিকে সমালোচনা শুরু হয়েছে।
ক্রিকেটারদের জন্যই খেলা, সেখানে খাবার খরচে এত বাতুলতা থাকলেও দলের সদস্যদের ভাতা এত কম কেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। আরও চাঞ্চল্যকর তথ্য, রঞ্জি টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটারদের খাবারও সেই মতো দেওয়া হয়নি। বরং দলের ম্যানেজারকে এই নিয়ে কিছু বললে তিনি জানিয়ে দিয়েছেন, জোম্যাটো কিংবা সুইগিতে অর্ডার দিয়ে খাবার আনিয়ে নাও। এক ক্রিকেটার জানিয়েছেন, আমাদের একটা সময় দু’হাজার টাকা দৈনিক ভাতা দেওয়া হত। তারপর সেটি কমিয়ে করা হয় হাজার টাকা, করোনার কথা বলে সেটি দুম করে কমিয়ে করা হয় ৫০০ টাকা। তিনমাস ধরে দেওয়া হচ্ছে ১০০ টাকা। ক্রিকেটাররা এই বিষয়টি বোর্ডকে সরাসরি জানাবে ভেবে রেখেছেন। কারণ সংস্থার কর্তাদের বলা হলেও তাঁরা উচ্চবাচ্যই করছেন না।