নূপুর শর্মার বিতর্কের মাঝেই এবার উত্তরপ্রদেশে মুসলিম পুরুষদের জোর করে জয় শ্রীরাম বলানোর অভিযোগ উঠল। উত্তরপ্রদেশের একটি গ্রামে তিনজন মুসলিম পুরুষকে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে কানে ধরে ওঠবোস করানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উত্তরপ্রদেশের খরগুপুর জেলার একটি গ্রামে তিনজন মুসলিম পুরুষকে কান ধরে ওঠবোস করতে বাধ্য করা হয়েছে৷ এবং মুসলিম পুরুষদের কাছে আধার কার্ডও চাওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে৷
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে ওই তিন মুসলিম পুরুষকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হয়েছে। ভিডিওটিতে আরও দেখা গিয়েছে যে ওই মুসলিম পুরুষদেরকে সতর্ক করা হয়েছিল যেন তারা আর কখনো ‘পণ্ডিতদের’ গ্রামে প্রবেশ না করে। দেখা গিয়েছে গ্রামের স্থানীয়রা তিনজন মুসলিম ফকিরকে হেনস্থা করছেন এবং তাদের পরিচয় জিজ্ঞাসা করছেন৷ ভিডিওতে দেখা গিয়েছে, তিনজন মুসলিম পুরুষ বারবার ক্ষমা চেয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং একজনকে গ্রেফতার করেছে।
অন্যদিকে নূপুর শর্মার ইস্যুতে সারাদেশে মুসলিমরা প্রতিবাদ করছে৷ এমনকি কাতার, সৌদি আরবের মতো মুসলিম দেশেও এর প্রতিবাদ হচ্ছে৷ সংবাদমাধ্যমের খবর বিষয়টি এমন জায়গায় পৌঁছেছে যে কাতার বিশ্বকাপ ফুটবল দেখতেও ভারতীয়দের অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু করেছে কাতার৷ প্রসঙ্গত, কয়েকবছর আগে এই উত্তরপ্রদেশেই আখলাকের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল সারা দেশ৷ যোগীরাজ্যে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়েও দু’ভাগে বিভক্ত সোশ্যাল মিডিয়া৷