ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দালালস্ট্রিটে চলছে দোলাচল। একাধিকবার বাজার থেকে গায়েব হয়েছে লক্ষ কোটি টাকা। যেমন বুধবারও শেয়ার বাজার সাক্ষী ছিল সূচক পতনের। গতকাল বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার ২১৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৪,৮৯২ পয়েন্ট। অন্যদিকে নিফটির শেয়ার ৬০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬, ৩৫৬ পয়েন্টে। লক্ষ্মীবারেও সূচক পতন দিয়ে শুরু হল দালালস্ট্রিটে কেনাবেচা। বৃহস্পতিবার বাজার খুলতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক এক ধাক্কায় সাড়ে ৩০০ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৫৪, ৫২০ পয়েন্ট। সূচক পড়ে নিফটিরও। নিফটির সূচক ১০০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬, ২৪৭ পয়েন্টে।
বম্বে স্টক এক্সচেঞ্জের প্রায় তিরিশটি কোম্পানির শেয়ার এদিন পতনের মুখ দেখেছে। সব থেকে বেশ ক্ষতির মুখ দেখতে হয়েছে এশিয়ান পেন্টসকে। তাদের শেয়ারের দাম বৃহস্পতির ১.৩৬ শতাংশ কমে দাঁড়ায় ২,৬৫৩.০৫ টা। অন্যান্য যে সব সংস্থার শেয়ারের দাম এদিন কমে গিয়েছে, সেই সব সংস্থা হল বাজাজ ফাইনান্স, পাওয়ার গ্রিড কর্পোরেশন, বাজাজ ফাইনান্সিয়াল সার্ভিস, অ্যাক্সিস ব্যাঙ্ক, নেসলে ইন্ডিয়া, টাইটান, ভারতীয় স্টেট ব্যাঙ্ক, লার্সেন অ্যান্ড টুবরো, টিসিএস, এইচসিএল টেক, হিন্দুস্তান ইউনিলিভার। দাম কমে ভারতীয় জীবন বিমা নিগমের শেয়ারের দামও। বৃহস্পতিবার বাজার খোলার সময় ভারতীয় জীবন বিমার শেয়ারের দাম ছিল ৭২৩.৭০টা।
read: লাদাখের কাছে নির্মাণকাজ শুরু চীনা বাহিনীর! – উপগ্রহ চিত্রে ফাঁস বেজিংয়ের কর্মকাণ্ড
twitter: লাদাখের কাছে নির্মাণকাজ শুরু চীনা বাহিনীর! – উপগ্রহ চিত্রে ফাঁস বেজিংয়ের কর্মকাণ্ড
share market