ধার নেওয়া টাকা ফেরত চাওয়া নিয়েই সংঘাতের সূত্রপাত। তার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার লালবাজারে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি জানান, ভবানীপুরের গুজরাতি দম্পতি খুনের ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতরা হল সুবোধ সিং, যতীন মেহতা ও রত্নাকর নাথ। তবে খুনের মূলচক্রী চিহ্নিতকরণ করা হলেও তিনি পলাতক। তাঁকে খুঁজছে পুলিশ।
কমিশনার আরও জানিয়েছেন, সুবোধই ছুরি চালিয়ে খুন করেছে অশোক শাহকে। তাঁর বাড়ি বিহার। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাঁকে শালিমার স্টেশন থেকে ধরা হয়েছে। রত্নাকর নাথ ওড়িশার বাসিন্দা। তাঁকে ধরা হয়েছে লিলুয়া থেকে। যতীন মেহতা গুজরাতের জামনগরের বাসিন্দা। তাঁকেও সেখান থেকেই গ্রেফতার করা হয়। খুনের দিন যাতায়াতের জন্য বাস ও ট্যাক্সি ব্যবহার করেছিল ধৃতরা।
এদিনের বৈঠকে পুলিশ কমিশনার জানান, এই জোড়া খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত। ছক কষেই অশোক শাহ এবং রশ্মিতা শাহকে খুন করা হয়েছিল। ধার নেওয়া টাকা ফেরত চাওয়া নিয়েই সংঘাতের সূত্রপাত। তার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। ধৃত তিন জনের মধ্যে নেই মূলচক্রী। জানা গিয়েছে, অশোক শাহের কাছ থেকে ২০১৯ সালে এক লক্ষ টাকা ধার নিয়েছিলেন মূল চক্রীর ভাই। সেইবছরই ডিসেম্বর মাসে ভাইয়ের মৃত্যু হয়। অশোক শাহ তাঁর টাকা ফেরত চাইছিলেন। পারিবারিকভাবে অপদস্ত হতে হচ্ছিল তাঁকে।
read: নীচে স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু, উপরে নাড্ডা! – দিলীপ ঘোষের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে
twitter: নীচে স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু, উপরে নাড্ডা! – দিলীপ ঘোষের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে
kolkata police