ইসলামে কাফের মানে ‘বিধর্মী’। জেহাদ মানে ‘পবিত্র ধর্মীয় লড়াই’। উম্মাহ-র অর্থ রাষ্ট্রের ঊর্ধ্বে ধর্মভিত্তিক সমূহ। এবার এই নিয়ে তোপ দাগলেন আরএসএস নেতা রামমাধব। তাঁর কথায়, ভারতীয় সমাজের সঙ্গে একাত্ম হতে গেলে ‘কাফের-জেহাদ-উম্মাহ’–এই তিনটি ধারণা পালটে ফেলতে হবে মুসলিমদের। এর অন্যথায় হিন্দুরা হাজার বছরের ইসলামিক অত্যাচারের প্রসঙ্গ বারবার তুলবে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আরএসএসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রামমাধব বলেন, ‘কাফির-জেহাদ-উম্মাহ’ – এই তিনটি ধারণা বদলে ফেললেই বৃহত্তর ভারতীয় সমাজে মসুলিমদের অন্তর্ভুক্তি সম্ভব। আর তেমনটা না হলে কয়েকশো বছর আগে যে ধ্বংসলীলা (মুসলিম হানাদারদের হাতে) হয়েছে সেই কথা হিন্দুরা বারবার বলবে। ভারতের মুসলমানরা যদি এটা বুঝতে পারে যে তাদের শিকড় এদেশে মুসলিম হানার অনেক আগে থকেই রয়েছে, তাহলেই তাঁরা ভারতীয় সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে পারবেন’।
জ্ঞানবাপী প্রসঙ্গও তোলেন রামমাধব। তাঁর কথায়, ‘রাম জন্মভূমি ইস্যুতে আমরা (হিন্দু-মুসলিম) একমত হতে পারিনি, তাই একটি দুর্ভাগ্যজনক ঘটনা (বাবরি ধ্বংস) ঘটে যায়। আমি মনে করি জ্ঞানবাপী আমাদের সকলের জন্য নতুন সুযোগ। জ্ঞানবাপী, কাশি বিশ্বনাথ, মথুরা এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়’।
হজরত মহম্মদকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের জেরে ইসলামিক দেশগুলো ভারতের উপর বেজায় চটেছে। পাশাপাশি এই মন্তব্যের জেরে দিল্লি, মুম্বই, উত্তরপ্রদেশ ও গুজরাতে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে আল কায়দা। এহেন পরিস্থিতিতে পাল্টা কাশ্মীরি পণ্ডিতদের হত্যার প্রসঙ্গ তুলে ধরেন রামমাধব।
rss