তাঁর পয়গম্বরকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে আন্তর্জাতিক মহলে নিন্দার মুখে পড়েছে ভারত। কালিমালিপ্ত হয়েছে দেশের ভাবমূর্তিও। এর খেসারতও দিতে হয়েছে। দলের তরফে তাঁকে সাসপেন্ড করার পাশাপাশি দলীয় বিবৃতিতে দলের মূলস্রোতের বাইরের মানুষ (ফ্রিঞ্জ এলিমেন্ট) বলেও দাবি করা হয়েছে। এবার আরও অস্বস্তিতে বাড়ল বরখাস্ত বিজেপি নেত্রী নূপুর শর্মার। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর করল দিল্লি পুলিশ। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ নিয়েই মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে নবীন জিন্দল, সাংবাদিক সাবা নকভি-সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধেও আলাদা করে মামলা দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে এঁদের বিরুদ্ধে।
দিল্লী পুলিশের তরফে জানা গিয়েছে, দু’টি এফআইআর দায়ের করা হয়েছে। একটিতে নুপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আর অন্য অভিযুক্তদের বিরুদ্ধে আলাদা করে একটি এফআইআর করা হয়েছে। এই প্রসঙ্গে পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘বিশেষ কিছু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিদ্বেষ ছড়িয়েছেন অভিযুক্তরা। তার ফলে জনতার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।’ তিনি আরও বলেছেন, অভিযুক্তদের মধ্যে সব ধর্মের মানুষই রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের কার্যকলাপ খতিয়ে দেখবে পুলিশ। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ দায়ের করা হয়েছে নূপুর, নবীন-সহ অন্যদের বিরুদ্ধে।
nupur sharma