এবার খোদ কেন্দ্রের রিপোর্টে মুখ পুড়ল গেরুয়া শিবিরের। জানা গিয়েছে, দেশে শিশু পাচারে প্রথম সারিতে রয়েছে বিজেপি শাসিত দুই রাজ্য উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষায় জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যের ৫৮টি জেলায় প্রতিদিন গড়ে আটজন শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। পাচার হওয়া শিশুদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। প্রতিদিন নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে ছ’জন মেয়ে এবং দু’জন ছেলে বলে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সূত্রে খবর। শুধু তাই নয়। ভয়ংকর তথ্য পাওয়া গিয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের। সেখানে নাবালিকা নিখোঁজ সবচেয়ে বেশি। রাজধানী লখনউ, মোরাদাবাদ, কানপুর, মেরঠ এবং মহারাজগঞ্জে প্রতি বছর নাবালিকা নিখোঁজের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
রিপোর্টে এ-ও প্রকাশ পেয়েছে, ২০২১ সালে মধ্যপ্রদেশে দৈনিক ২৯ জন শিশু নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে। অন্যদিকে, সম্প্রতি ‘ক্রাই’ নামে একটি বে-সরকারি সংস্থা ২০২১ সালে শিশুদের নিখোঁজ হয়ে যাওয়া সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতেও উঠে এসেছে চাঞ্চল্যকর এবং উদ্বেগজনক তথ্য। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১ সালে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ছেলেদের থেকে শিশুকন্যাদের নিখোঁজের সংখ্যা পাঁচ গুণ বেশি।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে নিখোঁজ হয়ে যাওয়া শিশুদের সংখ্যা ৮ হাজার ৭৫১ এবং ৩ হাজার ১৭৯ জন। তথ্য জানার অধিকার আইনে আবেদনের জবাবে ক্রাই জানতে পেরেছে, ২০২১ সালে এই দুই রাজ্যে শিশুদের নিখোঁজ হয়ে যাওয়ার সংখ্যা বেড়ে হয়েছে মধ্যপ্রদেশে ১০ হাজার ৬৪৮ এবং রাজস্থানে ৫ হাজার ৩৫৪ জন। মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল, ধর, জবলপুর, এবং রেওয়া জেলায় শিশুদের নিখোঁজের সংখ্যা সবচেয়ে বেশি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা এনসিআরবি’র রিপোর্টে বলা হয়েছে, মধ্যপ্রদেশে দৈনিক গড়ে ২৯ জন শিশু নিখোঁজ হয়। তার মধ্যে ২৪ জন মেয়ে এবং পাঁচজন ছেলে। উত্তরপ্রদেশের ৭৫টি জেলার মধ্যে ৫৮টি জেলায় শিশুদের নিখোঁজ হয়ে যাওয়ার তথ্য সংগ্রহ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, ২০২১ সালে ২ হাজার ৯৯৮ জন শিশু নিখোঁজ হয়েছে উত্তরপ্রদেশে। তার মধ্যে ২ হাজার ১৬৩ জন মেয়ে এবং ৮৩৫ জন ছেলে। নিখোঁজ হয়ে যাওয়া শিশুদের ৮৮.৯ শতাংশের বয়স ১২ থেকে ১৮ এর মধ্যে। পরিসংখ্যানে বলা হয়েছে, মধ্যপ্রদেশে শিশুদের নিখোঁজ হওয়া ২৬ শতাংশ এবং রাজস্থানে ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
bjp
read: মূল্য দাঁড়াল ৭৭.৮০ – ডলারের বিপরীতে টাকার দামে রেকর্ড পতন, অর্থনৈতিক ভাবে চাপ বাড়ল ভারতের
twitter: মূল্য দাঁড়াল ৭৭.৮০ – ডলারের বিপরীতে টাকার দামে রেকর্ড পতন, অর্থনৈতিক ভাবে চাপ বাড়ল ভারতের