অবশেষে জোড়া খুনের কিনারা করতে সক্ষম হল কলকাতা পুলিশ। ভবানীপুর হত্যাকাণ্ডে এত নতুন মোড়। ইতিমধ্যেই দু-জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তদন্ত এগোচ্ছিল।
ব্যবসা সংক্রান্ত আর্থিক সমস্যার কারণেই খুন হয়েছেন ভবানীপুরের দম্পতি, প্রাথমিকভাবে এমনই অনুমান করছে পুলিশ। এর পাশাপাশি, পুলিশ মনে করছে, ধৃতেরা টাকার বিনিময়ে খুন করেছিল। যদিও, এই ঘটনার মূল পান্ডা এখনও ধরা পড়েনি। প্রসঙ্গত, বুধবার কলকাতায় ফিরেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার।
kolkata police
read: ভাঙছে বিরাট রেকর্ড – দ্রুততম ১০০০ রান করে নজির বাবরের
twitter: ভাঙছে বিরাট রেকর্ড – দ্রুততম ১০০০ রান করে নজির বাবরের