অব্যাহত জট। সময় যতই এগোচ্ছে, নবি সম্বন্ধে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে ততোধিক অস্বস্তিতে পড়ছে মোদী সরকার। বিজেপি নেত্রীর বক্তব্য নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে কুয়েত, কাতার, ইরান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, বাহরিন, আরব আমিরশাহী, মলদ্বীপ, জর্ডনের মতো দেশগুলি। এমনকী আফগানিস্তান এবং পাকিস্তানের মত দেশের পক্ষ থেকেও নূপুর শর্মার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিভিন্ন দেশে ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, নূপুরের বক্তব্য নিয়ে দেশের অভ্যন্তরে বিতর্ক সৃষ্টি হওয়ার পরও উদাসীন ছিল মোদী সরকার। এর জেরে কানপুরে সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনার পরও সেরকম ভাবে আমল দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু আন্তর্জাতিক মহল থেকে কড়া প্রতিক্রিয়া আসতে শুরু করায় এবং আরব দুনিয়া ভারতীয় পণ্য বয়কটের পথে যাওয়ায় তড়িঘড়ি নুপূরকে সাসপেন্ড করে পদ্মশিবির। দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, “ভারতের হাজার হাজার বছরের ইতিহাসে বহু ধর্ম প্রস্ফুটিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি সব ধর্মকে শ্রদ্ধা করে। যে কোনও ধর্মের নেতার অবমাননার তীব্র প্রতিবাদ করছে বিজেপি।” নূপুরকে সমর্থন করে টুইট করা আরেক বিজেপি নেতা নবীন কুমার জিন্দলকেও বহিষ্কার করা হয় দল থেকে।
তবে বারবার এত কিছু করে বিতর্ক স্তিমিত করার চেষ্টা করেও মাথাব্যথা দূর হচ্ছে না ভারত সরকারের। এবার এই ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘও অসন্তোষ প্রকাশ করেছে। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেসের মুখপাত্র স্টেফানি দুজারিক জানিয়েছেন, “আমি বিষয়টি দেখছি। নিজের কানে ওসব মন্তব্য শুনিনি, তবে বলতে পারি, আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সহিষ্ণুতাকেই উৎসাহ দিই।” পরিষ্কার বোঝাই যাচ্ছে, বিজেপি নেতাকর্মীদের বিদ্বেষের ফলে আন্তর্জাতিক স্তরে চরম লজ্জার মুখোমুখি মোদী সরকার। বইছে মুহুর্মুহু নিন্দার ঝড়।
united nations
read: কাজে লাগাতে চান আইপিএলের অভিজ্ঞতা – নেতৃত্বের ভার পেয়ে জানালেন ঋষভ
twitter: কাজে লাগাতে চান আইপিএলের অভিজ্ঞতা – নেতৃত্বের ভার পেয়ে জানালেন ঋষভ