এখনও মগজাস্ত্র তীক্ষ্ণতা কমেনি তাঁর। নরওয়ের ধ্রুপদী দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ডে দুরন্ত জয় পেলেন বিশ্বনাথন আনন্দ। এবার আজেরবাইজানের তৈমুর রাদজাবভকে আর্মাজেডন পদ্ধতিতে (সাডেন ডেথ) হারালেন আনন্দ। একই সঙ্গে ধরে রাখলেন দ্বিতীয় স্থান। শীর্ষে এখনও বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন।
উল্লেখ্য, আনন্দের পয়েন্ট এখন ১৩। কার্লসেনের থেকে মাত্র আধ পয়েন্ট পিছিয়ে তিনি। বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন মঙ্গলবার অপ্রত্যাশিত ভাবে টাইব্রেকে হেরে গিয়েছেন তাঁর দেশ নরওয়ে-এর দাবাড়ু আরিয়ান ট্যারির কাছে। যে কারণে আনন্দের সঙ্গে তাঁর পয়েন্টের ফারাকও কমে গিয়েছে অনেকটাই।
chess
read: হোমওয়ার্ক না করার শাস্তি – কাঠফাটা রোদে হাত-পা বেঁধে একরত্তিকে ছাদে ফেলে রাখল মা
twitter: হোমওয়ার্ক না করার শাস্তি – কাঠফাটা রোদে হাত-পা বেঁধে একরত্তিকে ছাদে ফেলে রাখল মা