রীতিমতো উলটপুরাণ! বিগত দিনে, লোকপাল আন্দোলনের সময় আন্না হাজারে জানিয়েছিলেন, তিনি কোনওভাবেই সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন না। কারণ, রাজনীতি মানেই দুর্নীতি। রাজনীতিকে দুর্নীতিমুক্ত করতেই তিনি আজীবন লড়াই করবেন, এমনই জানিয়েছিলেন। এবার নিজের সেই অবস্থান থেকেই পুরোপুরি ঘুরে গেলেন বর্ষীয়ান এই গান্ধীবাদী নেতা। নিজস্ব রাজনৈতিক মঞ্চ তৈরি করেছেন তিনি। আগামী ১৯শে জুন দিল্লীতে সাংবাদিক সম্মেলনে তাঁর তৈরি রাজনৈতিক দলের নাম সরকারিভাবে ঘোষণা করবেন আন্না। আন্নার ঘনিষ্ঠমহল সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁর তৈরি রাজনৈতিক দলেরন নাম ‘রাষ্ট্রীয় লোক আন্দোলন’। খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে, আন্না-ঘনিষ্ঠ নেতা ভোপাল সিং।
প্রসঙ্গত, আজ, বুধবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভোপাল সিং বলেছেন, “প্রবীণ গান্ধীবাদী নেতা আন্না হাজারে এতোদিন পর্যন্ত কোনও রাজনৈতিকদল না গঠনের সিদ্ধান্তেই অবিচল ছিলেন। এমনকী তিনি কোনও রাজনৈতিকদলের সঙ্গে হাত মেলাতেও প্রস্তুত ছিলেন না। সেই অবস্থান থেকে তিনি সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তৈরি করেছেন নিজস্ব রাজনৈতিকদল ‘রাষ্ট্রীয় লোক আন্দোলন’।” আগামী ১৯শে জুন দিল্লীতে সাংবাদিক সম্মেলনে আনুুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করবেন আন্না, জানিয়েছেন ভোপাল।
anna hazare
read: সবে শুরু, আরও বাড়বে মুদ্রাস্ফীতি – রিজার্ভ ব্যাঙ্কের মন্তব্যে অশনি সংকেত দেখছে আমজনতা