শেষমেশ বাজিমাত করল উত্তরপ্রদেশ। ধারে-ভারে যদিও অনেকটাই এগিয়ে ছিল কর্ণাটক। দলে ভারতীয় টেস্ট দলের ওপেনার-সহ বেশ কিছু বড় নাম। কিন্তু উত্তরপ্রদেশের বিরুদ্ধে সেই দলই হেরে গেল মাত্র তিন দিনে। মায়াঙ্ক আগরওয়াল ও মনীশ পাণ্ডের ব্যাটিং-ব্যর্থতাই ম্যাচ থেকে সরিয়ে দিল কর্ণাটককে। প্রথম ইনিংসে মায়াঙ্ক করেন ১০ রান। কর্ণাটকের হয়ে অর্ধশতরান করেন ওপেনার রবি কুমার সামার্থ এবং শ্রেয়স গোপাল। মনীশ করেন মাত্র ২৭ রান। কর্ণাটক আউট হয়ে যায় ২৫৩ রানে। বল হাতে শিবম মাভি তিনটি উইকেট নেন। চার উইকেট নেন সৌরভ কুমার।
জবাবে উত্তরপ্রদেশ ১৫৫ রানে অল আউট হয়ে যায়। প্রিয়ম গর্গ ৩৯ রান করেন। রিঙ্কু সিংহ করেন ৩৩ রান। ৩২ রান করেন শিভম মাভি। প্রথম ইনিংসে ৯৮ রানে এগিয়ে থাকার সুবিধা নিতে পারেনি কর্ণাটক। ব্যাটিং-ব্যর্থতার জেরে তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১১৪ রানে। অঙ্কিত রাজপুত এবং যশ দয়াল দু’টি করে উইকেট নেন। সৌরভ এই ইনিংসে নেন তিন উইকেট। মাভি এবং প্রিন্স যাদব একটি করে উইকেট নেন। উত্তরপ্রদেশের সামনে জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্য দিয়েছিল কর্ণাটক। পাঁচ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় উত্তরপ্রদেশ।
ranji trophy
read: তাজ্জব! – বিনা গার্ডেই ছুটল কামাখ্যা এক্সপ্রেস, স্কুটিতে ৯কিমি তাড়া করে ট্রেন ধরলেন গার্ড