‘আপনারা ভালো থাকলে, আমিও ভালো। আপনারা খারাপ থাকলে আমি কোথায় যাব’? আলিপুরদুয়ারের হাসিমারার অনুষ্ঠান মঞ্চ থেকে এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তীব্র আক্রমণ করলেন বিজেপিকে।
বুধবার সকালে হাসিমারা সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রী যোগ দেন একটি গণবিবাহের অনুষ্ঠানে। সেখানেই ধামসা-মাদলের তালে তালে আদিবাসী নৃত্যে মেতে উঠতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে। নবদম্পতিদের আশীর্বাদ করেন মমতা। রাজ্য সরকারের তরফে প্রত্যেক দম্পতিকে রূপশ্রী প্রকল্পের আওতায় ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি।
সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে গিয়ে কেন্দ্রীয় সরকারকেও বিঁধতে ছাড়েননি মমতা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে কটাক্ষ করে তিনি বলেন, ‘সব কিছুর দাম এত বেড়ে গিয়েছে যে, বেঁচে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। উজালা গ্যাস দিয়েছিল কেন্দ্র, এখন কী করছেন সেই গ্যাসে?’ তার পরেই সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলে বলেন, ‘ভোট এলেই বলবে, সেপারেট স্টেট দেব। আর ভোট মিটতেই দেশের অবস্থা দেখুন, জিনিসপত্রের দাম কোথায় গিয়ে পৌঁছেছে।’ কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে বলেও মঞ্চ থেকে অভিযোগ জানান মুখ্যমন্ত্রী।
mamata
read: জগনের নজরে চব্বিশের লোকসভা ভোট – অন্ধ্রে ফের আইপ্যাকের সঙ্গে হাত মেলাল ওয়াইএসআরসিপি