ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম পছন্দের ডেস্টিনেশন শৈলশহর দার্জিলিং। ছুটি পেলেই সেখানে ভিড় জমান অনেকে। এবার সেই পর্যটক পর্যটক এবং দার্জিলিংবাসীর সুবিধার কথা মাথায় রেখেই নয়া উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। চালু হল শীতাতপ নিয়ন্ত্রিত বাস। চলতি বছরের ৬ই জুন থেকে শুরু হয়েছে এই পরিষেবা। ১২ আসন বিশিষ্ট এই বাসে মোট এগারো জন করে যাত্রী যেতে পারবেন৷ বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর সুব্রহ্মণ্যম পি জানিয়েছেন, এই পরিষেবা শুরু করা অত্যন্ত জরুরি ছিল৷ দার্জিলিংয়ের জেলাশাসকের উদ্যোগেই এই নতুন বাস পরিষেবা শুরু হল৷ যাত্রীদের চাহিদা বুঝে আগামীদিনে আরও বাড়ানো হতে পারে বাসের সংখ্যা৷
উল্লেখ্য, নানা কারণেই পর্যটনপ্রিয় মানুষরা পছন্দের তালিকায় দার্জিলিংকে রাখেন। একসময় ব্রিটিশদের ‘সামার রিসর্ট’ বলে খ্যাত এই শহর আজও পর্যটকদের কাছে তার তাৎপর্য বজায় রেখেছে। ফলে আগ্রহ আরও বেড়েছে দেশি-বিদেশি পর্যটকদের। প্রকৃতির ছোঁয়া পেতে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ দার্জিলিংয়ে ছুটে আসেন। শহরের আবহাওয়া একটু ব্যতিক্রমী। দার্জিলিং শহরের টাইগার হিল থেকে খুব কাছে কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ে। কাঞ্চনজঙ্ঘা মন কাড়ে পর্যটকদের। এছাড়াও আছে পৃথিবী বিখ্যাত দার্জিলিংয়ের চা। দার্জিলিংয়ের অন্যতম আরও একটি দর্শণীয় স্থান হল পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এত দিন দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের বাগডোগরা বিমানবন্দরে নেমে বেসরকারি গাড়ির উপরেই ভরসা করতে হত৷ এর ফলে গাড়ি খুঁজতে গিয়ে হয়রানি যেমন হত, তেমনই চালকদের একাংশ সুযোগ বুঝে পর্যটকদের থেকে অতিরিক্ত ভাড়া দাবি করতেন, বলে অভিযোগ রয়েছে৷ বিশেষত পর্যটনের মরসুমে পর্যটক হয়রানির অভিযোগ বাড়ত আরও৷ তাই এই পদক্ষেপ। প্রতিদিন দুপুর দুটো এবং বিকেল চারটের সময় বিমানবন্দর থেকে বাস ছাড়বে৷ রোহিণী হয়ে বাস দু’টি দার্জিলিং পৌঁছবে৷ দার্জিলিং অবধি মাথাপিছু সাড়ে চারশো টাকা করে ভাড়া পড়বে৷ ফলে অনেকটা সস্তাতেই বিমানবন্দর থেকে দার্জিলিং পৌঁছতে পারবেন যাত্রীরা৷ বাগডোগরা বিমানবন্দরে নির্দিষ্ট কাউন্টার থেকেই বিক্রি করা হবে বাসের টিকিট। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে খুশি পর্যটক ও দার্জিলিংবাসীরা।
transport
read : ভোট এলেই বলবে আলাদা রাজ্য দেব, চা বাগান খুলে দেব – মোদী সরকারকে তুলোধনা মমতার