বিগত কয়েক মাস ধরেই চরম কয়লা সংকটে ভুগছে দেশ। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে দেশে কয়লার চাহিদায় ব্যাপক ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে সামনে এল আরেক তথ্য। জানা গিয়েছে, কয়লার অভাবে বছরভরই ভুগতে হয়েছে রেলকে। কয়লার ঘাটতির কারণে এবছর সব মিলিয়ে বাতিল করতে হয়েছে ৯ হাজার ট্রেন। যার মধ্যে গত তিন মাসে বাতিল হয়েছে ১ হাজার ৯০০ ট্রেন। এক আরটিআইয়ের জবাবে এমনটাই জানা গিয়েছে।
প্রসঙ্গত, চন্দ্রশেখর গৌর নামে এক ব্যক্তি একটি আরটিআই দাখিল করে। এই আরটিআই অনুযায়ী, দেশে গোটা বছরে প্রায় ৯০০০টি ট্রেন বাতিল করা হয়েছে। নানা কারণে বাতিল হয়েছে এই ট্রেনগুলো। তবে, এই বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে অন্তত ১৯৩৪টি ট্রেন বাতিল করা হয়েছে দেশজোড়া কয়লা সংকটের কারণে। এমনটাই জানানো হয়েছে। ওই আরটিআইয়ের শুনানিতে যে হিসাব দেওয়া হয়েছে, তা হল গোটা দেশে মোট ৯০০০টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে ৬৯৯৫টি ট্রেন বাতিল করা হয়েছে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য। অন্যদিকে ১৯৩৪টি ট্রেন বাতিল করা হয়েছে কয়লা সংক্রান্ত ঘাটতির জন্য। উল্লেখ্য, এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে মার্চ থেকে মে এই টাইম পিরিয়ডে। coal Railways