এবার তীব্র বিতর্কের মুখে নামজাদা প্রকাশনা সংস্থা পেঙ্গুইন ইন্ডিয়া। তাদের বিরুদ্ধে অভিযোগ, ভারভারা রাওয়ের লেখা বই থেকে এই প্রকাশনা সংস্থা বাদ দিয়েছে হিন্দুত্ব, সঙ্ঘ পরিবার, গৈরিকীকরণের মতো বেশ কিছু শব্দ, যেগুলি মোদী সরকারের মাথাব্যথার কারণ। এমনই বিস্ফোরক দাবি করেছে দ্য কোয়েন্ট। বিশিষ্ট সমাজকর্মী তথা মানবাধিকার কর্মী ভারভারা রাও মোদী সরকারের চক্ষুশূল। ভীমা-কোরেগাঁও মামলায় সম্প্রতি তিনি মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পেয়েছেন। দ্য কোয়েন্টের প্রতিবেদন অনুসারে, দীর্ঘদিন ধরেই তিনি একটি বই লেখার কাজে ব্যস্ত ছিলেন। বইয়ের শিরোনাম – ভারভারা রাও: আ রেভেল্যুশনারি পোয়েট। বইটি আর কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে। মূলত এটি কবিতার সংকলন, যা ভাবানুবাদ করা হয়েছে ইংরেজিতে।
উল্লেখ্য, পেঙ্গুইন এর আগেও প্রায় একই ধরনের কাজের দৌলতে সংবাদের শিরোনামে উঠে এসেছিল। সেটা ২০১৪ সালের ঘটনা। বইটি তারাই বের করেছিল, লিখেছিলেন ওয়েন্ডি ডনিগার। বইয়ের শিরোনাম দ্য হিন্দুজ। বইটি প্রকাশের পর কট্টরপন্থী হিন্দুরা দাবি তোলেন দেব-দেবীকে ইচ্ছাকৃত অপমান করা হয়েছে। সেই ঘটনার রেশ এখনও রয়ে গিয়েছে। এবার বিশিষ্ট মানবাধিকার কর্মী ভারভারা রাওয়ের লেখা কবিতার বইয়ের থেকে তারা সেই সব শব্দ বাদ দিলে, যা উগ্র হিন্দুত্ববাদীদের চোখে পড়লে তুলকালাম ঘটতে বাধ্য।