ক্রমশ মাথাচাড়া দিচ্ছে আতঙ্ক। সূত্র অনুযায়ী, বড়সড় নাশকতার ছক কষছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আলফা। নির্ভরযোগ্য সূত্রে স্বরাষ্ট্র মন্ত্রক এই খবর পেয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠান গোয়েন্দাদের বিশেষ নোটের প্রতিলিপি তাদের কাছে রয়েছে। মন্ত্রককে পাঠানো রিপোর্টে বলা হয়েছে, বড় ধরনের নাশকতার ছক তৈরি করেছে আলফা। তাদের নজরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে আসীন পদস্থকর্তা, সেনাবাহিনী এবং নিরাপত্তাবাহিনী। হামলা চালাতে নিষিদ্ধ এই সন্ত্রাসী সংগঠন জোর কদমে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। নিয়োগ প্রক্রিয়া চলছে মূলত অসমে। পাশাপাশি দিল্লী এবং নর্থ-সেন্ট্রাল রিজিওনে চলছে নিয়োগ প্রক্রিয়া। নবনিযুক্তদের মায়ানমার সীমান্তে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তৈরি করা হচ্ছে আত্মঘাতী স্কোয়াড। গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে। গোয়েন্দা দফতর থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
পাশাপাশি, মঙ্গলবার সকালে জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় চকতারাস কান্ডিতে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়। এদের মধ্যে একজন লস্করের সদস্য। দ্বিতীয়জঙ্গির পরিচয় জানার চেষ্টা করছে তারা। নির্ভরযোগ্য সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে, কুপওয়ারার চকতারাসের কাছে সশস্ত্র জঙ্গিদের একটি দল আত্মগোপন করে রয়েছে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাহিনী সেখানে গেলে আত্মগোপন করে থাকা জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বাহিনীও পাল্টা গুলি চালালে প্রাণ হারায় দুই সন্ত্রাসবাদী।