কর্মীসভা চলাকালীন এক কিশোরী অসুস্থ হয়ে পড়তেই তড়িঘড়ি সভা শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় হাত বুলিয়ে দিলেন। চিকিৎসার ব্যবস্থার উদ্যোগ নিলেন নিজেই।
মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ারে কর্মিসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে কাটফাটা রোদ উপেক্ষা করেই সভাস্থলে জমায়েত করেছিলেন বহু মানুষ। সভার প্রায় শেষ মুহূর্তে আচমকা অসুস্থ হয়ে পড়েন দর্শকাসনে থাকা এক কিশোরী। মঞ্চ থেকে বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি তাঁকে জল দেওয়ার ব্যবস্থা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তড়িঘড়ি বৈঠক শেষ করে দেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একজন অসুস্থ হয়ে পড়েছেন। আমি সভা এখানেই শেষ করছি। এখানে কোনও চিকিৎসক আছে কি না দেখতে হবে। মিটিং-মিছিল অনেক হবে। এখন আগে ওকে সুস্থ করতে হবে’।
এরপরই দর্শকাসন থেকে কিশোরীকে তুলে নিয়ে আসা হয় মঞ্চে। সেখানে কিশোরীকে চেয়ারে বসিয়ে মুখ্যমন্ত্রীকে তার মাথায় হাত বুলিয়ে দিতে দেখা যায়। এরপর গায়ে একটি চাদর জড়িয়ে দেন তিনি। আদরে ভরিয়ে দেন অসুস্থ কিশোরীকে। এই ভূমিকায় দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত আলিপুরদুয়ারবাসী।