বঙ্গ বিজেপির যেন শনির দশা চলছে! একুশের ভোটে ভরাডুবির পর থেকেই দলের অন্দরে চলছে মুষল পর্ব। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ, লোকাল ট্রেন থেকে কলকাতার রাজপথে দলীয় নেতার বিরুদ্ধে পোস্টার— নানা ভাবে দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে দলেরই অন্য অংশকে। একের পর এক পুরভোট, উপনির্বাচনে হারের পর সেই গোষ্ঠীদ্বন্দ্ব আরও বড় চেহারা নিয়েছে। এবার যেমন লকেট চট্টোপাধ্যায়কে বাদ দিয়েই হুগলিতে কর্মসূচি করল বিজেপি। সেই কর্মসূচির নেতৃত্ব দিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এলাকার সাংসদ লকেটকে কেন সেই কর্মসূচিতে রাখা হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে দলের মধ্যেই। জেপি নাড্ডার সফরের ঠিক আগে এই ঘটনায় ফের প্রকট বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল।
জানা গিয়েছে, সোমবার সকালে হুগলিতে যখন সুকান্তর নেতৃত্বে এসএসসি ইস্যুতে জেলা শাসকের দফতর অভিযান কর্মসূচি চলছে তখন আসানসোলে দলের একটি কর্মসূচিতে পাঠিয়ে দেওয়া হয়েছে লকেটকে। দলের সাংসদই শুধু তিনি নন, রাজ্য সাধারণ সম্পাদক। দলের আন্দোলনের মুখও তিনি। অথচ হুগলিতে দলের কর্মসূচিতে সেখানকার সাংসদকেই ডাকা হল না। আর যদি আসানসোলে তাঁকে দলের কর্মসূচি দেওয়াও হয়, তাহলে এইদিন হুগলিতে কেন জেলাশাসকের দফতর অভিযান করল বিজেপি? প্রশ্ন রাজনৈতিক মহলেও। দলের রুদ্ধদ্বার বৈঠকে সুকান্ত-অমিতাভদের বিরুদ্ধে সরব হয়েছিলেন লকেট। বাদ পড়া দলের আদি নেতাদের পক্ষে সওয়াল করেছিলেন তিনি। তাহলে কি সেই বিরোধের কারণেই সুকান্ত-অমিতাভ শিবির এদিন হুগলির কর্মসূচিতে লকেটকে ডাকলেন না? উঠছে প্রশ্ন।