বাংলায় ফের বাড়ল কাজের সুযোগ। আরও নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভায়। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আশা কর্মী নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই সিদ্ধান্তে এদিন সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। এই সিদ্ধান্ত কার্যকর হলে আশা কর্মী হিসেবে কাজ পাবেন অনেকে। এ ছাড়াও গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এবার থেকে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আর কোনও আলাদা বোর্ড থাকছে না। অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট-দেরই বলা হয় আশা কর্মী। সাধারণত কোনও রাজ্যের সরকারের স্বাস্থ্য সংক্রান্ত নানা প্রকল্পে কাজ করেন এই আশাকর্মীরা। বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয় এই কর্মীদের। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, উপ-স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতালে কাজ করেন তাঁরা। মহিলাদেরই এই কাজে সুযোগ দেওয়া হয়। ফলে নতুন পদ তৈরি হওয়ায় অনেক মহিলা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। যোগ্যতার নানা মাপকাঠি বিচার করেই কাজ দেওয়া হয়। অষ্টম শ্রেণি বা দশম শ্রেণি পাশ হলে সাধারণত এই চাকরি পাওয়া যায়। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
উল্লেখ্য, রাজ্য সরকারে বিভিন্ন দফতরে গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এতদিন পর্যন্ত ওই পদে দ্রুত নিয়োগের জন্য ছিল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। সেই বোর্ড অবলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, এবার থেকে স্টাফ সিলেকশন বোর্ডের আওতায় হবে গ্রুপ ডি নিয়োগ, আলাদা করে কোনও বোর্ড থাকবে না। গত মাসে স্কুলে ৬,৮৬১ টি নয়া পদ তৈরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। নবম ও দশম শ্রেণির শিক্ষক, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক, গ্রুপ সি’, গ্রুপ ‘ডি’-র ক্ষেত্রেও সম্প্রতি নতুন পদ তৈরি করা হয়েছে।