বাংলায় মুখ্যমন্ত্রী পদাভিষিক্ত হওয়ার পরেই রাজ্যজুড়ে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক উদ্যোগ নিয়েছেন তিনি। সেটিই প্রতিফলিত হল কেন্দ্রীয় সরকারের রিপোর্টে। মমতার সরকারের প্রকল্পের সাফল্য মানতে বাধ্য হল মোদী সরকারও। ২০২১-২২ সালে স্বনির্ভর গোষ্ঠী তৈরির নিরিখে দেশে দ্বিতীয় স্থানে বাংলা। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে এই তথ্য সামনে এসেছে। নিঃসন্দেহে এটা রাজ্যের কাছে বড় প্রাপ্তি, এমনই মনে করছেন আধিকারিকরা।
এবিষয়ে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের (এনআরএলএম) তথ্য জানাচ্ছে, গত আর্থিক বছরে এ রাজ্যে ৭৮,১৫৪টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। সূত্রের খবর, এই সংখ্যাটি আরও বাড়বে। কারণ, স্বনির্ভর গোষ্ঠী গঠন হওয়ার পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা না হলে পোর্টালে তা আপলোড করা যায় না। আর বাংলায় এখনও প্রায় ৬০ হাজার অ্যাকাউন্ট খোলা বাকি। অর্থাৎ, সরকারিভাবে এক লক্ষের বেশি গোষ্ঠী গঠন হয়ে যাবে। এমনই মনে করছে বিশেষজ্ঞ মহল।