নাসিরুদ্দিন শাহের স্পষ্ট কথা আঁতে লেগেছে মোদী সরকারের। তাই বিজেপি নেতাদের পাশাপাশি এবার অভিনেতা আনুপম খেরকেও আসরে নামিয়ে দিল তারা। উদ্দেশ্য পরিষ্কার, খেউর। আসরে নেমেই নাসিরুদ্দিনকে ঘুরিয়ে মিথ্যাবাদীর তকমা দিয়ে দিয়েছেন অমুপম খের।
মানুষের চেয়ে গোহত্যাকে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার, নাসিরুদ্দিনের এই বক্তব্যকে পাল্টা আক্রমণ শানিয়ে প্রবীণ অভিনেতা ও কট্টর বিজেপি সমর্থক অনুপম খের বলেন, ‘এই দেশে এত স্বাধীনতা। সেনাবাহিনীকে যা খুশি তাই বলা যায়, জওয়ানদের পাথর ছোড়া যায়, বায়ুসেনার প্রধানকে গালাগাল দেওয়া যায়। আপনার এর পরে আর কত স্বাধীনতা চাই? ওঁর যা মনে হয়েছে উনি তা বলেছেন। তার মানে এই নয় যে ওঁর কথাগুলো সত্যি।’
নাসিরুদ্দিন শাহ এমনিতে স্পষ্টভাষী বলে পরিচিত। অনুপমের সঙ্গে তাঁর খুব একটা সদ্ভাব যে নেই তা আগেও দেখা গেছে। ২০১৬ সালে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে একটি প্রসঙ্গে দুজনের মতান্তর সামনে এসেছিল। অনুপম খের পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট চেয়ারম্যান হওয়ার পরে কেন তিনি অফিসে যান না,কিছুদিন আগে এই প্রশ্ন তুলেছিলেন নাসিরুদ্দিন। তাই অনুপম এবং বিজেপির গোঁসা হওয়ার কারণটা স্পষ্ট। আর ঠোঁটকাটা নাসিরুদ্দিনকে কোণঠাসা করার এই পরিকল্পনা আমজনতার কাছেও পরিষ্কার।
তবে এসবের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভী নাসিরুদ্দিনকে আশ্বাস দিয়ে বলেন, নাসিরুদ্দিন শাহের পরিবারের নিরাপত্তা নিয়ে ভয় পাওয়ার কোনও দরকার নেই। কারণ, ‘ভারতের ডিএনএ-তেই সহিষ্ণুতা লেখা রয়েছে’।