সময়টা বিশেষ ভাল যাচ্ছেনা বঙ্গ বিজেপির। একে তো দলে ভাঙন লেগেই রয়েছে। আবার তার উপর রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। দু’য়ের ধাক্কায় তলানিতে বঙ্গ বিজেপি কর্মীদের মনোবল। এই আবহেই চলতি মাসে দু’দিনের সফরে বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। আর একের পর এক নির্বাচনে হার, নেতাদের দলবদলের মাঝে গেরুয়া শিবিরের এই বৈঠককে খোঁচা দিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
পাশাপাশি, বিজেপিতে ফের ভাঙনের ইঙ্গিতও দিলেন তিনি। কুণালের কথায়, ‘জেপি নাড্ডার সাংগঠনিক বৈঠক গরুর গাড়ির হেডলাইট। তিনি কি জানেন যাঁদের নিয়ে বৈঠক করছেন তাঁরা ৩ মাস পর দলে থাকবেন কিনা? বৈঠকে যা আলোচনা হবে তা হোয়াটসঅ্যাপে পেয়ে যাব। ৮০ শতাংশ লোক বিজেপিতে থাকতে চান না। আদি, তৎকাল, পরিযায়ীদের লড়াই ছাড়া বিজেপিতে আর কিছুই নেই।’