দেশে করোনার তৃতীয় ঢেউ এখন পুরোপুরি স্তিমিত। তবে করোনার দৌরাত্ম্য কমতে না কমতেই এবার চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স। ইতিমধ্যেই প্রায় ১৪ টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্সের সংক্রমণ। যার জেরে ভারতেও জারি কড়া সতর্কতা। কিন্তু তা সত্ত্বেও কি এবার দেশে থাবা বসাল ভয়াবহ মাঙ্কিপক্স ভাইরাস? উত্তরপ্রদেশের এক পাঁচ বছরের শিশুর শরীরে একাধিক উপসর্গ ঘিরে তৈরি হয়েছে আশঙ্কা। ইতিমধ্যেই শিশুটির একাধিক পরীক্ষা হয়েছে। যদিও এখনও মেলেনি রিপোর্ট। খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ওই পাঁচ বছরের শিশুর শরীরে একাধিক র্যাশ এবং ফুসকুড়ি দেখা গিয়েছে।
যা কার্যত ইনফেকশনের চেহারা নিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ওই শিশুটির শরীরে অন্য কোনও সমস্যা নেই। গত এক মাসে বিদেশ থেকে আসা কারও সংস্পর্শেও আসেনি শিশুটি। তবে উপসর্গগুলি নিয়ে সন্দেহ থাকায় তার পরীক্ষা করা হচ্ছে।