চায়ে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে একাধিক চায়ের অর্ডার বাতিল করা হয়েছে। শুক্রবার ইন্ডিয়ান টি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান অংশুমান কানোরিয়া এ কথা জানিয়েছেন। প্রসঙ্গত, শ্রীলঙ্কার সংকটের জেরে গোটা বিশ্বের চায়ের বাজারে একটি শূন্যস্থান তৈরি হয়েছিল। আর সেই সুযোগেই টি বোর্ড রফতানি বৃদ্ধির উদ্যোগ নেয়। কিন্তু সেই আশাতেও এবার জল পড়ে গেল।
ইন্ডিয়ান টি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান অংশুমান কানোরিয়া জানিয়েছেন, অস্বাভাবিকভাবেই উচ্চহারে রাসায়নিক রয়েছে, এমন চা কিনতে চান না বেশিরভাগ ক্রেতাই। জানা গিয়েছে, বেশিরভাগ দেশই তাদের দেশে ভারতীয় চা নেওয়ার আগে সবদিক খতিয়ে দেখে। সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে যে রীতি রয়েছে সেটা তারা খতিয়ে দেখে। আর সেটা এফএসএসএআই আইনের থেকেও কড়া।