পাঁচ বছর পর আবারও ফের চেনা ছন্দে ভারতের মহিলা কুস্তিগির সাক্ষী মালিক। রিয়ো অলিম্পিক্সে ভারতের হয়ে পদকপ্রাপ্তির পরে ২০১৭ সালে কমনওয়েলথ গেমস থেকে সোনা জিতেছিলেন সাক্ষী। কিন্তু গত পাঁচ বছরে আর কখনও আন্তর্জাতিক মঞ্চে সোনা পাননি সাক্ষী। এ বার ইউডব্লিউডব্লিউ র্যাঙ্কিং সিরিজ়ে সোনা জিতলেন সাক্ষী। ফাইনালে হারালেন কাজাখস্তানের কুস্তিগিরইরিনা কুজনেতসোভাকে।
শুক্রবার এই প্রতিযোগিতায় সাক্ষী ছাড়াও সোনা জিতেছেন ভারতের অপর কুস্তিগির মানসী। ৫৭ রেজি বিভাগে তিনি হারান কাজাখস্তানের এমা তিসসিনাকে। ৬৮ কেজি বিভাগেও সোনা জিতেছেন দিব্যা কাকরান। তবে ৭৬ কেজি বিভাগে সোনা আসেনি ভারতের। এই বিভাগে পূজা পেয়েছেন ব্রোঞ্জ। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় এ পর্যন্ত পাঁচটি পদক পেয়েছে ভারত। বৃহস্পতিবার গ্রেকো-রোমান কুস্তিতে সোনা জিতেছেন নীরজ।
