শুক্রবার প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর ফল বেরতেই দেখা গিয়েছে প্রতিবারের মত এবারও মেধাতালিকায় জেলারই জয়জয়কার। এরই মধ্যে নজির গড়লেন মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত বৈদ্যনাথ গ্রামের বাসিন্দা মোঃ আলম রহমান। দুর্বার মনের জোর আর আত্মবিশ্বাসকে সঙ্গী করেই যাবতীয় প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাধ্যমিক পরীক্ষায় স্কুলের প্রথম হয়ে বড়ঞার মুখ উজ্জ্বল করলেন এই প্রতিবন্ধী ছাত্র। পায়ে লিখেই স্কুলের মধ্যে প্রথম হয়ে নজির গড়েছেন আলম। পেলেন ৯০ শতাংশ নম্বর।
প্রসঙ্গত, ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গণপতি আদর্শ বিদ্যাপতি স্কুলের ছাত্র মহম্মদ আলম রহমান ১০০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা সঙ্গে নিয়েই এবারের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হতেই স্কুলের সকলকে চমকে দিয়ে প্রথম হয়েছেন মহম্মদ আলম রহমান। তার প্রাপ্ত নম্বর ৬২৫। রাজ্যে হয়ত মেধাতালিকায় প্রথম দশের মধ্যে আসতে পারেনি কিন্তু শারীরিক প্রতিবন্ধী হয়ে গণিতে ৯৮, ভৌতবিজ্ঞানে ৯৪, ভূগোলে ৯৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই ছেলে। তাঁর সাফল্যের খবর পাওয়া মাত্রই বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে আলমকে। এছাড়াও শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা ভরিয়ে দিয়েছেন সবাই। আগামী দিনে আলমের স্বপ্ন মহাকাশ বিজ্ঞানী হওয়ার। বিজ্ঞান নিয়েই পড়তে চান তিনি।