ফের বিতর্কের কেন্দ্রে মোদী সরকার। আরো এবকার প্রবীণ নাগরিকদের সুবিধা কমাল কেন্দ্র। এবার ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড’-এর (ইপিএফও) সুদের হার কমাতে চলেছে মোদী সরকার। সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমে ৮.১ শতাংশ কোনো চলেছে কেন্দ্রীর বিজেপি সরকার। ইপিএফও-র সুদের হার এবার গত চার দশকে সর্বনিম্ন মাত্রায় পৌঁছল।
উল্লেখ্য, গত মার্চ মাসে ট্রাস্টি বোর্ড বৈঠকে ২০২১-২২-এর জন্য পিএফের সুদের হার নিয়ে আলোচনা হয়, সেখানেই সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ করার প্রস্তাব মঞ্জুর হয়েছিল।এবার সেই প্রস্তাবকেই সিলমোহর দিল কেন্দ্রের অর্থ মন্ত্রক। তাএর পরেই এই সিদ্ধান্তের বিজ্ঞপ্তি জারি করেছে শ্রম মন্ত্রক। প্রবীণ নাগরিক, থেকে সাধারণ মানুষেরা অনেকেই এই সুদের উপর নির্ভর করেই বেঁচে থাকেন। এই মূল্যবৃদ্ধির এই বাজারে সুদের হার কমায় চরম সমস্যার মুখোমখি হবেন তাঁরা। স্বভাবতই বাড়ছে ক্ষোভ।