মঙ্গলবার রাতে কলকাতায় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের (কে.কে) দুর্ভাগ্যজনক মৃত্যু নিয়ে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলও। এবার এই মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগে বৃহস্পতিবার বিজেপিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আক্রমণ করল। রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী ডঃ শশী পাঁজা বলেছেন, যখন সমগ্র বাংলা রাজ্য কেকে-র মৃত্যুতে শোকাহত, তখন বঙ্গ বিজেপির নেতারা ‘শকুনের রাজনীতিতে লিপ্ত হয়েছেন’।
শশী পাঁজা ‘আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কে-র পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং ভক্তদের পাশে আন্তরিকভাবে দাঁড়িয়েছিলেন। রাজ্য সরকার রাষ্ট্রীয় গান স্যালুট প্রদান করেছে এবং সারা বিশ্বের কেকে-এর শুভানুধ্যায়ীদের প্রতি তার সহানুভূতি ও সমবেদনা জানিয়েছে।
মৃতদেহকে রাজনীতিতে লিপ্ত হওয়ার জন্য বঙ্গ বিজেপির ইউনিটকে নিশানা করে, বাংলার মন্ত্রী দাবি করেছিলেন যে এটা দুর্ভাগ্যজনক যে বিজেপি নেতারা ‘মৃতদেহকে ঘিরে রাজনীতি’ করছেন এবং এমনকি বিশিষ্ট গায়ক কে কে-এর উত্তরাধিকারকেও তারা রেহাই দিচ্ছেন না।
তিনি আরও বলেছেন, ‘ডাক্তাররা ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এটা দুর্ভাগ্যজনক যে বঙ্গ বিজেপির নেতারা রাজ্যের সম্পর্কে কুৎসা করছে এবং বাংলার সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোকে আক্রমণ করতে বেরিয়েছে। আমরা এই শকুনের রাজনীতির নিন্দা করি যা বিজেপি করে যাচ্ছে’।