গত মঙ্গলবার কাশ্মীরি পণ্ডিত শিক্ষিকাকে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা উপত্যকা জুড়ে। তার রেশ কাটার আগেই ফের জঙ্গিদের হাতে খুন হলেন কাশ্মীরে কর্মরত এক ব্যক্তি। গত দু’দিনের মধ্যে এই নিয়ে তৃতীয় বার এমন ঘটনা ঘটল সেখানে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কুলগামে একটি স্কুলে ঢুকে শিক্ষিকাকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। সেই কুলগামেই এবার এক ব্যাঙ্ক কর্মীকে খুন করল জঙ্গিরা। তিনি রাজস্থানের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। কর্মসূত্রে তিনি কুলগামের ব্যাংকে নিযুক্ত ছিলেন। আরও জানা গিয়েছে, শোপিয়ান এলাকায় গাড়ির মধ্যে বিস্ফোরণে আহত হয়েছেন তিন জন সেনা জওয়ান। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
বৃহস্পতিবারের ব্যাঙ্ক কর্মী হত্যায় জম্মু-কাশ্মীর পুলিশের তরফে বলা হয়েছে, ‘কুলগাম জেলার মোহানপুরা অঞ্চলে এলাকি দেহাতি ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। মৃত ব্যক্তি রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা। আপাতত এলাকা ঘিরে ফেলা হয়েছে। ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়ে গিয়েছে।’
শোপিয়ানের বিস্ফোরণ প্রসঙ্গে কাশ্মীর পুলিশের আই জি বিজয় কুমার টুইটে জানিয়েছেন, সেনার তরফে একটি গাড়ি ভাড়া করা হয়েছিল। সেই গাড়িতেই আচমকা বিস্ফোরণ ঘটে। তিন জন সেনা জওয়ান আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।