বেফাঁস মন্তব্য করায় তার জুড়ি মেলা ভার। যে কারণে ইতিমধ্যেই তাঁকে সেন্সর করেছে তাঁর দল। কিন্তু তারপরেও কেকের মৃত্যু নিয়ে বৃহস্পতিবার সকালে আলটপকা মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এবার বেলা গড়ানোর আগেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে তার পালটা দিলেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, ‘দিলীপ ঘোষ সাইকো। কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া আর পাগলকে পাগল বলতে নেই। তাই আমি কিছু বলছি না। আমার সঙ্গে দেখা হলে সাইকো দিলীপকে গান শোনাব—‘ কেয়া করু সজনী, আয়ে না বালাম।’
এদিন দিলীপ বলেছিলেন, ‘সংগীতশিল্পী কেকেকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে, এটা হত্যা। সেই হত্যার অপরাধবোধ থেকেই রাজ্যের তরফে দেওয়া হয়েছে গান স্যালুট।’ তাঁর দাবি, অমিত শাহ বলেছিলেন, ‘বাঙ্গাল মে যাওগে তো মর যাওগে’। আজ বাংলায় এসে লোকটা বেঘোরে মরে গেল। ওঁকে দিয়ে জোর করে একের পর এক গান গাইয়েছে। উনি পারছিলেন না। ঘাম দিচ্ছিল। চলে যেতে চাইছিলেন। ওঁকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। এটা হত্যা। এই মন্তব্যের জন্য দিলীপকে একহাত নিয়ে মদন বলেন, ‘দিলীপের কানে এখন হেডফোনে একটা গান বাজে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে! কিন্তু দিলীপের মুখ, পরাণ সব বেঁধে দিয়েছে বিজেপি। তাই এখন আবোলতাবোল বকছেন।’