২০২২ সালের এপ্রিল মাসে জিএসটি বাবদ রেকর্ড পরিমাণ অর্থ আদায় হয়েছিল, ১.৬৮ লক্ষ টাকা। জিএসটি লাগুর পর থেকে সেটাই ছিল সর্বোচ্চ পরিমাণ অর্থ সংগ্রহ। পরের মাসেই তার থেকে জিএসটি আদায়ের পরিমাণ কমল ১৬ শতাংশ। বুধবার (১ জুন), কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মে মাসের জন্য ভারতের পণ্য ও পরিষেবা কর হিসাবে ১,৪০,৮৮৫ কোটি টাকা সংগৃহীত হয়েছে।
তবে, ২০২১ সালের মে মাসের তুলনায়, এক বছর পর একই সময়কালে জিএসটি আদায়ের পরিমাণ বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। গত বছর মে মাসে ভারতের জিএসটি সংগ্রহ ছিল ৯৭,৮২১ টাকা। অর্থ মন্ত্রক জানিয়েছে, মোট ১,৪০,৮৮৫ কোটি টাকার মধ্যে ২৫,০৩৬ কোটি টাকা এসেছে সিজিএসটি (কেন্দ্রীয় কর) হিসাবে। আর এসজিএসটি (রাজ্য কর) বাবদ সংগৃহীত হয়েছে ৩২,০০১ কোটি টাকা। আইজিএসটি (সমন্বিত কর) হিসাবে এসেছে ৭৩,৩৪৫ কোটি টাকা। এর মধ্যে ৩৭,৪৬৯ কোটি টাকা এসেছে পণ্য আমদানীর কর বাবদ। আর সেস হিসাবে আদায় হয়েছে আরও ১০,৫০২ কোটি টাকা।