ফের সামনে ন্যাশানাল হেরাল্ড মামলা। এবার সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কাছে এই মামলায় সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ৮ জুন তাঁদের তলব করা হয়েছে। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি জানিয়েছেন, এটা রাজনৈতিক প্রতিহিংসার জন্য করা হচ্ছে। আমরা এর মুখোমুখি হব। যেখানে টাকাই নেই, সেখানে আবার আর্থিক প্রতারণার মামলা। তিনি বলেন, সোনিয়াজি অবশ্যই যাবেন। কিন্তু রাহুলজী বর্তমানে বিদেশে রয়েছেন। তিনি সময় চাইছেন।
কংগ্রেস নেতৃত্বের দাবি, আমরা মাথা ঝোঁকাবো না, ভয় পাব না। ব্রিটিশকে ভয় পায়নি কংগ্রেস আর ইডির নোটিশ সোনিয়াজি, রাহুলজি, কংগ্রেসের সাহসকে ভেঙে দেবে?
সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ন্যাশানাল হেরাল্ডের আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলার নানা দিক খতিয়ে দেখছে। এই মামলায় অন্যতম অভিযুক্ত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুড়া, প্রয়াত কংগ্রেস নেতা মতিলাল ভোরা। জমি সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগও উঠেছে এই মামলায়।
কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, বিজেপি সবাইকে দাবিয়ে রাখতে চাইছে। তাদের বিরুদ্ধে একজোট হতে হবে। এদিকে খাড়গে ঘনিষ্ঠ এক কংগ্রেস নেতা জানিয়েছেন, ইয়ং ইন্ডিয়ানের কিছু নথি জমা দেওয়ার জন্য অস্কার ফার্নান্ডেজকে ইডি জানিয়েছিল। তাঁর মৃত্যুর পরে ইংয় ইন্ডিয়ানের তরফ থেকে খাড়গেকে ইয়ং ইন্ডিয়ানের ডিরেক্টর হওয়ার জন্য বলা হয়েছিল।